আঃ খালেক পিভিএম,পাবনা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মরিচা কলেজে আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা শাহানা সুলতানা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দৌলতপুর,মোঃ ফজলে রাব্বী রানা ইউনিয়ন দলনেতা ভিডিপি, মোছাঃ জান্নাতুল ফেরদৌস ইউনিয়ন দলনেত্রী ভিডিপি,শেষে ৩২ জন সদস্য ও ৩২ জন সদস্যাদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।