বগুড়ায় টিএমএসএসের অটোমোবাইল উদ্যোক্তার মধ্যে উপকরণ বিতরণ

বগুড়ায় টিএমএসএসের অটোমোবাইল উদ্যোক্তার মধ্যে উপকরণ বিতরণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা  উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফের সার্বিক সহযোগিতায় বগুড়া ও নওগাঁ জেলার অটোমোবাইল উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে দশ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এসইপি প্রকল্পের আওতায় “অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকীকরণ ও আপগ্রেডেশনের মাধ্যমে উদ্যোক্তা ও পরিবেশের উন্নয়ন”উপ-প্রকল্প নওগাঁ ও বগুড়া জেলায় বাস্তবায়িত হচ্ছে।ক্ষুদ্র উদ্যোগগুলোতে পরিবেশ বান্ধব উপায়ে অটোমোবাইল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি,নতুন প্রযুক্তির প্রচলন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।ক্লাস্টার পর্যায়ে মডেল ওয়ার্কশপ স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সেবা প্রদান করা হচ্ছে।মডেল ওয়ার্কসপগুলোকে টেকসই করার লক্ষ্যে এসইপি-অটোমোবাইল প্রকল্পের আওতায় বগুড়া জেলার ৬ জন ও নওগাঁ জেলার ৪ জন উদ্যোক্তার প্রত্যেক কে অনুদান হিসাবে এক লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।বগুড়ায় গত সোমবার মেসার্স কাবিল অটোমোবাইল ওয়ার্কশপের উদ্যোক্তা মোঃ কাবিল উদ্দিনের হাতে এক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।উপকরণ বিতরণ করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম।তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি অটোমোবাইল ওয়ার্কশপ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,প্রযুক্তিকে পুঁজি হিসাবে কাজে লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ,কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন ব্যবসা পরিচালনা করাই হবে আপনাদের মূল লক্ষ্য।তিনি আরও বলেন,টিএমএসএস সব সময় সাধারণ মানুষেমানুষের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি উদ্দোক্তাদের উদ্দেশ্যে বলেন,টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে।তিনি বলেন,টিএমএসএস ভবিষ্যতে আরো অনেক মানবিক কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করছে।তিনি উপস্থিত সবাই কে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রম করে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।অনুষ্ঠানের সভাপতি মোঃ সোহরাব আলী খান সবাই কে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান টিকে আরো পরিচিতি ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,উপকারভোগী সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।