নওগাঁ জেলায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন

নওগাঁ জেলায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন

October 28, 2022 107 Views

আঃ খালেক পিভিএম, পাবনাঃ   উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের,নওগাঁ জোনের আওতাধীন রানীনগর অঞ্চলের অর্ন্তগত আত্রাই উপজেলার বান্দাইখাড়া নতুন শাখা ২৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নওগাঁ জোন প্রধান মোঃ হানজালাল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাট বান্দাইখাড়া নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা বক্তব্য দেন হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের,ডোমেইন প্রধান এসএম বাবুল ও বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সরকার।প্রধান অতিথি মোঃ আফজাল হোসেন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,এ শাখার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করবেন।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করায় টিএমএসএসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের রানীনগর এরিয়া প্রধান,বান্দাইখাড়া নতুন শাখা প্রধান ও হাটকালুপাড়া ইউনিয়নের মেম্বার আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টিএমএসএসের অপারেশন-৩ রাজশাহীর ডোমেইনের,ডোমেইন প্রধান উপপরিচালক এসএম বাবুল।তিনি সকল কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। এ সময় ডোমেইন প্রধান,নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বান্দাইখাড়া নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ জন নবাগত সদস্যদের মধ্যে ১১লক্ষ ৮০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সাম্প্রতিক