নাটোর টিএমএসএস কৈশোর ক্লাব গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর টিএমএসএস কৈশোর ক্লাব গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনাঃ  উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সিনিয়র উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ জাহাঙ্গির আলম খানের নেতৃত্বে কৈশোর ক্লাব গঠনের উদ্দোগে“মেধা ও মননে সুন্দর আগামী”প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগীতায় ও টিএমএসএস কৈশোর কর্মসূচির আওতায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৭ অক্টোবর নাটোর জেলার সদর উপজেলার,নাটোর সদর পৌর,দিঘাপাতিয়া ইউনিয়ন ও গুরুদাসপুর উপজেলায় কিশোরী ক্লাব গঠন ও মেন্টর সংগ্রহ সঠিক নিয়মে হচ্ছে কি না তা যাচাই বাছাই করা হয়।উপজেলার বিভিন্ন এলাকায় কিশোরী ক্লাব গঠন করেন টিএমএসএসের কৈশোর কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ মেহেদী হাসান।তিনি বিভিন্ন এলাকার কিশোর ও অভিভাবকদের উদ্দেশ্যে কিশোরীদের মানসিক উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা করা হয়।এ সময় টিএমএসএসের কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রামার মোঃ জাহাঙ্গির আলম খান,উপজেলা প্রোগ্রাম অফিসার সেখ সাদিয়া খাতুন,কিশোরী মোছাঃ জয়তুন খাতুন ও কিশোর মোঃ আঃ হামিদ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কিশোর,কিশোরী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।