স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অরাজক, বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় নগরীতে শান্তি শৃংখলা বজায় রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে।এর অংশ হিসেবে এসআই(নিঃ) সোহেল রানা, ০২নং ফাড়ি এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কাশর লাকী বাড়ী সাকিনস্থ বখতিয়ারের মনোহারির দোকানের সামনে সরকারী পাকা রাস্তার পার্শ্বে হতে ০১জন মাদক ব্যবসায়ী আটক করেন এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কোতোয়ালী থানাধীন খাগড়হর সাকিনস্থ জামিয়া কাসেমিয়া বালিকা মাদ্রাসার সংলগ্ন জনৈক মালেক মিয়ার চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেন এবং ০১জন পালাইয়া যায়। ধৃত আসামীর নিকট হতে (১) একটি Hollywood সিগারেটের প্যাকেটের ভিতর রক্ষিত সাদা পলিথিনের টুকরা মোড়ানো ০৮(আট) পুড়িয়া কথিত হিরোইন যার পলিথিন সহ মোট ওজন ৭ (সাত) গ্রাম, যার প্রতি গ্রামের মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা হারে মোট মূল্য (৭x১০,০০০)=৭০,০০০/-(সত্তর হাজার) টাকা, (২) হালকা গোলাপী রংয়ের ০৪(চার)টি ট্যাবলেট যার মোট ওজন ০২(দুই) গ্রাম, যার আনুমানিক মূল্যে (৪x৯০)=৩৬০/-(তিনশত ষাট) টাকা (৩) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের সর্বমোট ৪১০/-(চারশত দশ) টাকা, ধৃত আসামীর হেফাজত হতে (৪) একটি হলুদ ও লাল রংয়ের DAYANG মোটর সাইকেল, যার নম্বর প্লেট নাই, ইঞ্জিন নং এবং চেসিস নং অস্পর্ষ্ট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার টাউনহল মোড় এলাকা হইতে চুরি মামলায় ১। মোঃ শিপন মিয়া (২০), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-সানকিপাড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শাহজালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নারী অপহরন মামলায় ১। মোঃ আরাফাত রহমান সেতু(১৯), পিতা-আতাউর রহমান বিপ্লব, সাং-ছোট বনগ্রাম, খোরশেদের মোড়, থানা-চন্দ্রিমা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) খোরশেদ আলম, আশরাফুল আলম, সাইদুর রহমান এবং এএসআই(নিঃ) মাসুম রানা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০৪টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ফজলুল হক, মোঃ আশিক(২৩), সাব্বির হোসেন রাব্বি(২০), রেজাউল করিম(২২) কে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।