উত্তরাঞ্চল প্রতিনিধি : হারভেষ্টপ্লাস বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প “Market promotion of Bio-fortified zinc rice in Bangladesh”এর আওতায় ৩১ অক্টোবর নওঁগা জেলার সদর উপজেলা চেয়ারম্যান এর সম্মেলন কক্ষে দিনব্যাপী জিংক সমৃদ্ধ ধান প্রোমোশনে দেশের খ্যাতনামা বীজ কোম্পানীর প্রতিনিধিদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন হারভেষ্টপ্লাস বাংলাদেশ এর কো-অর্ডিনেটর-সীড সিস্টেম এন্ড মার্কেটিং মোঃ মজিবর রহমান, ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জাকিউল হাসান,গাক’র সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা, নওগাঁ সদর ও রানীনগর উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন খ্যাতনামা বীজ কোম্পানীর প্রতিনিধি। এ সময় অন্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।