জামালপুর জেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন করলেন -ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর জেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন করলেন -ধর্ম প্রতিমন্ত্রী

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা  জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের,জামালপুর জেলার ইসলামপুর জোনের আওতাধীন ইসলামপুর অঞ্চলের,ইসলামপুর উপজেলার,ইসলামপুর নতুন শাখা ১লা নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভায় সভাপতিত্ব করেন। অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকল কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইসলামপুর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এম পি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের,জামালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হাসান রুপম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,ইসলামপুর থানার ওসি মোঃ মাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার ও সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।প্রধান অতিথি এ এলাকায় টিএমএসএসের শাখা চালু করার জন্য টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সবাইকে পূনরায় বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

তিনি আরো বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী ক্ষুদ্র ঋণের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য টিএমএসএস শাখাটি চালু করায় সত্যই প্রশংসার দাবিদার।বিশেষ অতিথিগন এ শাখার কর্ম এলাকার সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।বক্তারা অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তাঁরা কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের কর্মকর্তাদের মধ্যে উপনির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,ঢাকা ডোমেইন প্রধান পরিচালক অপারেশান-২ মোঃ রেজাউল করিম,উপ-পরিচালক মোঃ মোমিনুল ইসলাম ও ময়মনসিংহ ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহন কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিজেদের গড়ে তোলার আহবান জানান।এ সময় টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এ এলাকায় নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে কর্মকান্ড পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিএমএসএসের ইসলামপুর জোন প্রধান মোঃ আব্দুল বাছেদ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,শাখা প্রধান,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের-১৮ জন নতুন সদস্যদের মধ্যে ১৯ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।