You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ছোট বাজার অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার পথে এক প্রতারক কৌশলে ব্যবসায়ীর টাকা লুটে নিয়েছে। বুধবার দুপুরে প্রতারক ব্যবসায়ীর ৪ লাখ টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার সার ব্যাবসায়ী শামসু ডিলার বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার সার ব্যাবসায়ী শামসু ডিলারের বুধবার দুপুরের দিকে নগরীর ছোট বাজারের অগ্রনী ব্যাংক থেকে টাকা উত্তলন করে বের হয়ে যাওয়ার সময় এক প্রতারক তার পিছু নেয়। ঐ প্রতারক পিছন থেকে ব্যবসায়ীর শরীরে রং ছিটিয়ে দিয়ে তাকে ব্যাতিব্যস্ত করে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নেয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এটি কোন ছিনতাই নয়। প্রতারক সম্পুর্ণ বোকা বানিয়ে কৌশলে এই টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং খোজ খবর নেয়। আশপাশ এলাকার সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চেষ্ঠা চলছে দ্রুতততম সময়ে প্রতারককে গ্রেফতার করা সম্ভব হবে। এ ব্যাপারে ঐ ব্যবসায়ী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করবেন বলেজানা গেছে।
ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই-ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভাটিকাশর এলাকা থেকে অপহরন মামলার আসামী রাজিম ওরফে উসমান ও মাজহারুল ইসলাম শুভ, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ট্রাফিক বক্সের সামনে থেকে ডাকাতির চেস্টা পুরাতন মামলার আসামী মোঃ ইমরান মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আবুল কাশেম ও আনিছুর রহমান, এসআই আল মামুন এবং এএসআই আমিরুল ইসলাম পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মেরাজ, ইসমাইল খাঁ, মোঃ আব্দুল হক ও মোঃ হারুন অর রশিদ। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।