ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন আগামী ৭ জানুয়ারি ২০২৩

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   বিভাগীয় শহর ময়মনসিংহে সর্বস্তরের পেশাদার সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ  রিপোর্টার্স ইউনিটির নির্বাচন আগামী ৭ জানুয়ারি ২০২৩ শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এই সংগঠনের নির্বাচন  অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে দীর্ঘদিন পর ময়মনসিংহ  রিপোর্টার্স ইউনিটির এক তলবী সভা সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন আগামী ৭ জানুয়ারি ২০২৩ শনিবার সাধারণ সভা ও  নির্বাচন, সেইসাথে সংগঠনের সিনিয়র সদস্য মোঃ আবুল কাশমকে আহবায়ক এবং আব্দুস সামাদ আজাদীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির গঠিত হয়। এসময় আগামী ৩০ নভেম্বর-২০২২ এর মধ্যে সংগঠনের চাঁদা পরিশোধ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আতাউল করিম খোকন, বাবুল হোসেন, মীর গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, শেখ মহিউদ্দিন আহাম্মদ, নিয়ামুল কবির সজল, শামসুল আলম খান, মতিউল আলম, অমিত রায়, সাহিদুল হক  খসরু, আমিনুল ইসলাম, বুলবুল আহমেদ, আব্দুস সামাদ আজাদী, একে সালাহ উদ্দিন  আহাম্মদ, মো. নজরুল ইসলাম, শরীফুজ্জামান টিটু, নজীব আশরাফ, শাহ আলম  উজ্জল, নাজমুল হুদা মানিক, কামাল হোসেন প্রমূখ।  সভায় ২৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার