You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে ‘আসুন নিউমোনিয়া প্রতিরোধ করি, নিউমোনিয়ার লক্ষণ দেখামাত্র শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন’ এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে র্যালিটি বের করা হয়। র্যালি শেষে হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।
প্রতিনিয়তই বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া-বমি, সর্দি-কাশিসহ নানা ধরনের ভাইরাসজনিত রোগের প্রার্দুভাব। এসবের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আবহাওয়াজনিত কারণে বাড়ছে রোগীর সংখ্যা। আর শীত আসার আগেই নিউমোনিয়া, ঠান্ডা-জ্বর, হাঁপানি, শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ বাড়ছে। ফলে বেশিরভাগ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে,আমাদের আরো সচেতন হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডাঃ মো. খাদেমুল ইসলাম নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা, ডাঃ নাজমুল হক, ডাঃ শায়লা শারমিন, ডাঃ আবু রায়হান ফেরদৌস, ডাঃ মনিরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স বেদেনা আক্তার, ফাহিমা আক্তার, রাবেয়া আক্তার, ভারপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টর লেলিমুজ্জামান লেলিন, শাকিল চৌধুরী প্রমূখ।