আঃ খালেক পিভিএম,পাবনা পাবনা জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৩ নভেম্বর পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।জেলা সমাজ অধিদপ্তরের পাবনার উপপরিচালক মোঃ রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী প্রশিক্ষণার্থী হিজড়াদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক উপসচিব সৈয়দ মোস্তাক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল। সভাপতি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি এমন একটি ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান পরিচালনা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন।প্রধান অতিথি সৈয়দ মোস্তাক হাসান বলেন সমাজ সেবা অধিদপ্তর দেশের তৃণমূল পর্যায়ে বিভিন্ন সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন পাবনায় হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সত্যিকার অর্থে প্রশংসনীয়।আমি সমাজ সেবা অধিদপ্তরে যোগদান করে এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত।এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হিজরাদের জীবনমান উন্নয়ন কর্মসূচি সরকারের একটি ভালো উদ্দোগ।তিনি বলেন অবহেলিত হিজড়া জনগোষ্ঠী এ প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করলে সত্যিকার অর্থে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন হবে।তিনটি ট্রেডের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন হিজরাদের জীবনমান উন্নয়নের জন্য ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।ট্রেড গুলি হলো গরু মোটাতাজা করণ,বিউটিফিকেশান ও কম্পিউটার ট্রড বিষয়ের প্রতি ট্রেডে ১০ জন করে প্রশিক্ষণ প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গোলাম সারোয়ার,কম্পিউটার প্রশিক্ষক মোঃ শামীম হোসেন,বাসস প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সুইট ও হিজড়া প্রশিক্ষনার্থীদের মধ্যে মোঃ মামুন হোসেন ও আনিছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।উল্লেক্ষ্য হিজড়া জনগোষ্ঠিদের ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৭ অক্টোবর শুরু হয়েছিলো।সমাপনী অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান,বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।