সিলেটে আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ সালের এ বার্ষিক সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়।শ্রী বিধান চন্দ্র করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার,জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু তাহের,জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন দলনেতা মোঃ খালেদ আহমদ,ইউনিয়ন দলনেত্রী জেসমিন আক্তার ও আনসার কমান্ডার মোঃ আবুল কাইয়ুম।
আনসার ভিডিপি সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন জকিগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।সমাবেশে জকিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সাধারণ সদস্য, নানা শ্রেণি পেশার মানুষ,বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতির জন্য বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।