শফিকুল ইসলাম, আজ (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হয়েছে। এরই ধারাবাহিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় “আগামীতে নিজেকে সুরক্ষার জন্য ডায়াবেটিসকে জানুন”। অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়।
আজ সকাল ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ভবন থেকে জনসচেতনতার লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়ে বহির্বিভাগে শেষ হয়। পরে ডায়াবেটিস বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-পরিচালকঃ ডাঃ মোঃ ওয়াইজ উদ্দিন ফরাজি,সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মো: জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (ফাইনান্স ও স্টোর) ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী,এন্ডোক্রাইনোলজি বিভাগীয় প্রধান ডাঃমো.আনোয়ার হোসেন,ডাঃ মোহাম্মদ কায়সার হাসান খান (ইমরান),ডায়াবেটিস বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ পলাশ কুমার চন্দ।এসময় বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থী,নার্সসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ আরিফ মাহবুব।