শেষ হলো বাউবিতে অনুষ্ঠিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক কর্মশালা

শেষ হলো বাউবিতে অনুষ্ঠিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক কর্মশালা

November 15, 2022 65 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এপ্লিকেশন অব এসপিএসএস বিষয়ক আট দিনের কর্মশালা শেষ হয়েছে ।

আজ সোমবার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, বিশেষ অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। কর্মশালার সমন্বয় করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। মূলত বাউবিতে মাস্টার ট্রেইনর গড়ার লক্ষ্যে পনেরোজন শিক্ষককে এই প্রশিক্ষণ দেয়া হয়। অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম। কর্মশালা সফল করতে আইকিউএসি’র কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং আর কে সুমন সহকারী হিসেবে দায়িত্বরত ছিলেন।

সাম্প্রতিক