ফুলবাড়ীয়ায় ওয়ার্ল্ড ভিশনের প্রাতিষ্ঠানিক ডেলিভারি আলোচনা সভা

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রাতিষ্ঠানিক ( হাসপাতালে) ডেলিভারি নিশ্চিত করণে উৎসাহ প্রদান ও উপহার বিতরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে, ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এপি, ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া ম্যানেজার মিঃ জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ মান্নান, এমটি ( ইপিআই) জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

এপি,ওয়ার্ল্ড ভিশন এর মিঃ জেমস বিশ্বাস বলেন, আমরা কিশোরী মেয়ে থেকে শুরু করে, সকল নারীদের প্রাতিষ্ঠানিক( হাসপাতালে) ডেলিভারি নিশ্চিত করতে মা ও শিশু মৃত্যু রোধে মাঠে উৎসাহ প্রদানে মেসেজ টা পৌঁছে দিচ্ছি, এবং আমরা সফল হচ্ছি। পৌরসভায় ১৩ জন মাঠকর্মী সহ ৬ টি ইউনিয়নে মোট ৯৪ জন মাঠকর্মী জনসচেতনতার জন্য কাজ করছে।

ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, গ্রামীণ গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সু-রক্ষায় কাজ করা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী এবং পরবর্তী বাসায় গিয়ে সেবা,প্রতি মাসে শিশুদের ওজন মাপার সেশন এবং গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক( হাসপাতালে) ডেলিভারির জন্য উৎসাহ প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম।
আলোচনা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃত্ব সেবা কার্ড ( এএনসি ও পিএনসি কার্ড) গর্ভবতী নারীদের বিতরণ ও চেক-আপ উদ্বোধন করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার