You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার তারাপুর সেনেরচর সাকিনস্থ ধৃত আসামীর বসত বাড়ী হইতে নারী শিশু মামলার আসামী তারিকুল ইসলাম তারেক (২৭), পালক পিতা-হযরত আলী ডাক, সাং-তারাপুর সেনেরচর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কাচারী ঘাট এলাকা হইতে চুরি মামলার আসামী খাইরুল ইষলাম (২৩), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা হইতে নারী শিশু মামলার আসামী রতন মিয়া (৩০), পিতামৃত-আঃ রাজ্জাক মিয়া, মাতামৃত-মনোয়ারা, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া, থানা-তারাকান্দা, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)মাহফুজুর রহমান, শাহজালাল, জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) চাঁন মিয়া, রফিকুল ইসলাম, হয়রত আলী প্রত্যেকে অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি জিআর ও ০৪ সিআর সহ সর্ব মোট ০৬টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ জসীম উদ্দিন,২। মোঃ দিহান, সিআর গ্রেফতারী পরোয়ানায় খোকন মিয়া, পলাশ চন্দ্র সরকার, শফিকুল ইসলাম, ও জহিরুল ইসলাম গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।