রংপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 

রংপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 

November 19, 2022 313 Views

আঃ খালেক পিভিএম, পাবনা    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিা করা হয়েছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।ব্যাংকটি সারা দেশ ব্যাপী ২৫৯টি শাখার মাধ্যমে আনসার ভিডিপি সংগঠন ও সদস্যদের মধ্যে সেবা প্রদান অব্যাহত রয়েছে।এ ব্যাংকের রংপুর অঞ্চল কর্তৃক আয়োজিত রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন ১৯ নভেম্বর রংপুরের হোটেল নর্থ ভিউয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আলী আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক উল আলম।বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পি এএম,ডিজিএম মোঃ শিব্বির আহমেদ ও নিলফামারী আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অতিরিক্ত দায়িত্ব রংপুর হাফিজ আল মোয়াম্মর গাদ্দাফি প্রমুখ।অত্যন্ত সৌহার্দ ও আড়ম্বরপূর্ণ ভাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠানে এ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।কর্মশালায় ২০২১-২২ অর্থ বছরের ব্যাংকের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি প্রনয়ন ও বাস্তবয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ের পাশাপাশি নতুন ঋণ বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য অঞ্চলের ১২টি শাখার,শাখা ব্যবস্থাপক ও সকল কর্মকর্তাগন কর্মশালায় অংশ নেয়।

সাম্প্রতিক