বগুড়ায় ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অগ্রগতি পর্যালোচনা সভ অনুষ্ঠিত

বগুড়ায় ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অগ্রগতি পর্যালোচনা সভ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ার টিএমএসএসের মম-ইন বিনোদন জগতে ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি ভবন নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা ২১ নভেম্বর সোমবার বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বগুড়ার কৃতি সন্তান মরহুম ড.এনামুল হক এর সুযোগ্য কন্যা ওয়াল্ড ব্যাংকের গ্লোবাল প্রাকটিজ ম্যানেজার হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন সাউথ এশিয়া রিজিওন তৃণা হক উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
তিনি তাঁর বাবার নামে মম-ইন বিনোদন জগতে স্থাপিত একাডেমিক ভবনের কাজের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সহ সামনের দিকে এগিয়ে নিতে সর্বাত্বক সহযোগিতা প্রদান ও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সু-সম্পর্ক স্থাপনে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করবেন।তিনি বলেন আগামীতে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের সাথে ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি পারস্পরিক সহযোগিতার ভিক্তিতে কাজ করবে।তিনি আরো বলেন,এ কালচারাল একাডেমিক ভবণ নির্মানে ২৪ কোটি টাকা ব্যয় হবে।এ অর্থ ড. এনামুল হকের পরিবার ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় সংগ্রহের চেষ্টা চলছে।ভবন নির্মানের কাজ এগিয়ে চলার পাশাপাশি একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।সভা অনুষ্ঠানে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস সব সময় সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানটির মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হবে।তিনি এ প্রতিষ্ঠানটির সহায়তার জন্য সবার প্রতি আহবান জানান।এ সময় টিএমএসএসের পরিচালক প্রশাসন শাহাজাদি বেগম,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা,পরামর্শক ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্বত্ত্বিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হক বগুড়ার কৃতি সন্তান। ভারতের পদ্মশ্রী পদকেও ভূষিত হন এই গুণীজন।তাঁর ঐকান্তিক ইচ্ছাই বগুড়ার ঠেঙ্গামারায় মম-ইন বিনোদন জগৎ,টিএমএসএস প্রাঙ্গনে ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হচ্ছে।সাংস্কৃতিক চর্চা,গবেষণা সহ বিভিন্ন শিক্ষামূলক কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এ একাডেমী।

LATEST POSTS