আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে ২০২২ সালের বার্ষিক সমাবেশ ২১ নভেম্বর অনুষ্ঠিত হয। নওগাঁ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহঃ ফয়সাল বিন আহসান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
আনসার ভিডিপি সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।সমাবেশে সদর উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সাধারণ সদস্য, নানা শ্রেণি পেশার মানুষ,বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।সমাবেশে ভালো কাজের স্বীকৃতির জন্য বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।