আঃ খালেক পিভিএম, পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আনসার ও ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ নভেম্বর তারাগঞ্জ উপজেলা আনসার -ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ-পিভিএমএস।অনুষ্ঠানে দেশের মাটি ও মানুষের স্বার্থে আনসার ভিডিপির ঐতিহাসিক পটভূমি তুলে ধরে প্রধান অতিথি আব্দুস সামাদ বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের আলোকবর্তিকা।এ বাহিনীর তৃণমূলের প্রশিক্ষিত জনশক্তি সদস্যারাই হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর। দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসাবে এ বাহিনীর সদস্যারা জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নে সর্বত্র ও সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে।
আর্থ-সামাজিক উন্নয়ন ক্ষেত্রে এ বাহিনীর অনন্য ভূমিকা অনস্বীকার্য ও বহুল প্রশংসনীয়। ফলে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে দেশব্যাপী শান্তি,শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় প্রশংসনীয় অবদানের জন্য এ বাহিনীর সুনাম সর্বজনীন সমাদৃত।
এ বাহিনীর অর্জনের চেয়ে প্রাপ্তি কম।ভোগের চেয়ে ত্যাগের আনন্দে বাহিনীর সদস্যাগণ আনন্দিত।সেজন্যই তারা নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠি তথা দেশ ও জাতির স্বার্থে এ বাহিনীর সদস্যবৃন্দ প্রাণান্তকর চেষ্টা অব্যহত রেখেছে।তিনি জাতীয় আর্থ-সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা,দারিদ্র ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন তথা উন্নত ও সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববরেণ্য লিডারশীপ,আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বর্তমান যে মিশন ও ভিশন তা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার জন্য আনসার ভিডিপি কর্মকর্তা ও মাঠকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।অনুষ্ঠানে বাহিনীর ভূয়সী প্রশংসা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি রংপুর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি অফিসার রতন কুমার। অন্যদের মধ্যে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,ভিডিপি দলনেতা আনারুল ইসলান ও দলনেত্রী জান্নাতুল ফেরদৌস প্রমূখ বক্তব্য দেন।সমাবেশ শেষে প্রধান অতিথি ভাল কাজে বিশেষ অবদানের জন্য সদস্যাদের মধ্যে বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার,ভিডিপি দলনেতা-দলনেত্রী,ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণসহ উপজেলার ২০০ শত জন সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।