গাইবান্ধা জেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

November 24, 2022 108 Views

আঃ খালেক পিভিএম, পাবনাঃ  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মাঠ প্রংগনে ২০২২ সালের বার্ষিক সমাবেশ ২২ নভেম্বর অনুষ্ঠিত হয।সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর প্রমুখ।
আনসার ভিডিপি সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।সমাবেশে সদর উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সাধারণ সদস্য, নানা শ্রেণি পেশার মানুষ,বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।সমাবেশে ভালো কাজের স্বীকৃতির জন্য বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সাম্প্রতিক