বিষমুক্ত সবজি বহনের জন্য টিএমএসএস’র বিনামূল্যে ৫টি অটোভ্যান বিতরণ

বিষমুক্ত সবজি বহনের জন্য টিএমএসএস’র বিনামূল্যে ৫টি অটোভ্যান বিতরণ

November 24, 2022 96 Views

আঃ খালেক পিভিএম,পাবনা
দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের উদ্যোগে বগুড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি পরিবহনের জন্য ৫টি অটোভ্যান বিতরণ করা হয়েছে।বগুড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি বাড়ী বাড়ী পৌঁছে দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছে টিএমএসএস কর্তৃক বাস্তবায়নকৃত পেইজ পিএসিই প্রকল্প।সংশ্লিষ্ঠ ব্যক্তিরদের নিকট মোবাইল করলেই পৌঁছে যাবে নিরাপদ সবজি।এ ৫টি অটোভ্যানে করে সবজি বিক্রেতারা শহরের বিভিন্ন এলাকায় সবজি বিক্রয় করবে।প্রতিটি অটোভ্যানে মোবাইল নাম্বার ও সবজি বিক্রেতার নামসহ দেওয়া রয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিসে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ভ্রাম্যমান সবজির দোকান পরিচালনার জন্য ৫ জন চালকের হাতে নতুন অটোভ্যান গাড়ীর চাবি হস্তান্তর করেন।এ ৫টি অটোভ্যান গাড়ির মূল্য ৩ লক্ষ টাকা যা বিনামূল্যে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় টিএমএসএস এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।এ প্রকল্পের অধীন ইতিপূর্বে বগুড়ায় ৮ হাজার সবজি চাষীকে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এখন তারা অতি সহজে নিরাপদ সবজি উৎপাদন করতে পারছে। উৎপাদিত এ সব শাক-সবজি বিপণনের জন্য সবজি বিক্রেতা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে এ অটোভ্যান প্রদান করা হয়।উক্ত অটোভ্যান বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় টিএমএসএস নির্বাহী পরিচালক ড.হোসনে আরা বেগম বলেন,সততা ও ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে নিশ্চিতভাবে নিজের উন্নয়নের পাশাপাশি দেশ ও জনগণের সেবা করা যাবে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক