আনসার ভিডিপি সদস্যগণের  বিশেষ অবদানের জন্য প্রশংসিত ও সার্বজনীন সমাদৃত-রংপুর রেঞ্জ পরিচালক

আনসার ভিডিপি সদস্যগণের বিশেষ অবদানের জন্য প্রশংসিত ও সার্বজনীন সমাদৃত-রংপুর রেঞ্জ পরিচালক

BMTV Desk No Comments

পাবনা প্রতিনিধিঃ  লালমনিরহাট জেলার আদিতমারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জি,আর, সারোয়ারের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত উক্ত উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস। অনুষ্ঠানে আনসার ভিডিপির ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের আলোকবর্তিকা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার নিবেদিত প্রাণ।এ বাহিনীর প্রশিক্ষিত সদস্যাগণ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত ও সুবিন্যস্ত রয়েছে।দেশের সার্বিক উন্নয়নের একমাত্র স্বেচ্ছাসেবী বাহিনী হিসাবে আনসার ভিডিপি সদস্যাগণ দেশব্যাপি শান্তি,শৃংখলা,উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র তথা জাতীয় আর্থসামাজিক উন্নয়ন প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য প্রশংসিত ও সার্বজনীন সমাদৃত।জাতীয় উন্নয়নের স্বার্থে আনসার ভিডিপির অগ্রণী ভূমিকা অনস্বীকার্য।এ বাহিনীর অর্জনের চেয়ে প্রাপ্তি কম হলেও নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠি তথা দেশ ও জাতির ভাগ্য পরিবর্তক হিসাবে বাহিনীর সদস্যাগণ প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।এজন্য তিনি আনসার ভিডিপি বাহিনীর যুগোপযোগী সামাজিক ও মানবিক বুনিয়াদী কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি বলেন, বাঙ্গালী জাতি হিসাবে প্রত্যককে আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারন ও লালন করতে হবে এবং দেশব্যাপী নতুন প্রজন্মের কাছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী,বাংলার অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ছড়িয়ে দিয়ে জাতির পিতার দেখানো স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদেরকে নতুন করে শপথ নিয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। এতে দ্বিমতের কোন অবকাশ নেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের আর্থসামাজিক গণোন্নয়ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় চুরি ডাকাতি,ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসা,অন্ত্রবাজি ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন এবং ক্ষুধা,দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণ তথা জাতির বহুল কাঙ্ক্ষিত একটি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আনসার ভিডিপির উন্নয়ন কারিগর সদস্য সদস্যাদের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে তিনি নিজ নিজ এলাকার নারী শিক্ষা ও ক্ষমতায়নকরণ,পরিকল্পিত সূখী পরিবার গঠনসহ বাল্যবিবাহ ও যৌতুক প্রথা,নারী নির্যাতন ও শিশু পাচার রোধ প্রভৃতি অনৈতিক ও সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধের পাশাপাশি স্থানীয় সুশৃঙ্খলা রক্ষা, মানুষের মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আন্তরিকতার সহিত সকলের নৈতিক ও পবিত্র দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি লালমণিরহাট জেলা কমান্ড্যান্ট অঃ দাঃ ও ২৮ আনসার ব্যাটালিয়ন উপ-পরিচালক মোঃ মইনুল ইসলাম পিএএম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ মোল্লা এবং আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুল ইসলাম ও আনসার ভিডিপি অফিসার মিঠুন চন্দ্র সেন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভাল কাজে বিশেষ অবদান রাখার জন্য সদস্য সদস্যাদের মাঝে বাইসাইকেল,ছাতাসহ বিভিন্ন প্রকার পুরস্কার বিতরণ করেন। আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি লিডারসহ দু’শ সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।এদিকে আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ একই দিন বিকালে বাহিনীর লালমণিরহাট জেলা ও ২৮ আনসার ব্যাটালিয়ন ইউনিট পরিদর্শন করেন।তিনি ২৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে পৌঁছুলে ফুলতোড়া দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এসময় পর্যবেক্ষণকারী অতিথিকে ২৮ আনসার ব্যাটালিয়ন সদস্যদের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন।পরিদর্শনে তিনি উভয় দপ্তরের স্থাপনা সমূহ ঘুরে ঘুরে দেখেন এবং দাপ্তরিক বিভিন্ন কাজের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত হন।এসময় তিনি লালমণিরহাট জেলা ও ব্যাটালিয়ন ইউনিটের কর্মকর্তা কর্মচারীদের এক আলোচনা বৈঠকে মিলিত হন। সভায় তিনি উপস্থিত সকলের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন এবং বাহিনীর ব্যাটালিয়ন ও জেলা উভয় ইউনিটের সংস্কারমূলক কাজসহ চলমান সাংগঠনিক ও প্রশাসনিক বিবিধ কার্যক্রম বিষয়ক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি লালমণিরহাট জেলা কমান্ড্যান্ট অঃ দাঃ ও ২৮ আনসার ব্যাটালিয়ন উপ-পরিচালক মোঃ মইনুল ইসলামকে সাথে নিয়ে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন চত্বরে একটি ফলজ গাছের চারা রোপন করেন।সংশ্লিষ্ট ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।