You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে বিট পুলিশিং ও টানা অভিযান চলছে। এরই অংশ হিসেব গত ২৪ ঘন্টায় চুরি, মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বাঘমারা পুরাতন মেডিকেল এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী বাবুন ওরফে বাবু (৩২), পিতা-আঃ মোতালেব, সাং-কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ প্রাইমারী স্কুল সংলগ্ন, রিয়াজ (৩৫), পিতা-মৃতঃ মোবারক হোসেন মহুরী, সাং-বাঘমারা পুরাতন মেডিকেল গেইট, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার জিরো পয়েন্ট এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী শ্রী জয় দে (২৪), পিতা-রানা চন্দ্র দে, রফিকুল ইসলাম (২৬), পিতা-তোতা মিয়া, উভয় সাং-আর.কে.মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফারুক আহাম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া রেলক্রসিং এলাকা হতে বিষ্ফোরক মামলায় আসামী সোহেল পাঠান(৪৫), পিতামৃতঃ আঃ রাজ্জাক পাঠান, সাং-২৫/৮/৭, সানকিপাড়া শেষ মোড়, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া রেলক্রসিং সংলগ্ন সরকারী পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধ করায় আসামী সাগর মিয়া (২৮), পিতা-মৃতঃ বাদশা মিয়া, মাতা-শেফালী, জাহাঙ্গীর আলম শাপলা (৪০), পিতা-আবুল মনসুর, মাতা-হালিমা, মিলন (৩৫), পিতা-মন্তাজ মিয়া, সর্ব সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার গোহাইলকান্দি মীর বাড়ী মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধ করায় আসামী নাজমুল মিয়া (২৭), পিতা-মোঃ ফারুক মিয়া, মাজহারুল (২৫), পিতামৃতঃ রিয়াজ উদ্দিন, উভয় সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে
গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আরিফুল ইসলাম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এলাকা হতে ০৩টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় আশিক ওরফে পিচ্চি আশিক(১৮), আশিক ওরফে পিচ্চি আশিক(১৮), আশিক ওরফে পিচ্চি আশিক(১৮), পিতা-রাশেদ, সাং-চামড়াগুদাম, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।##