You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের স্ট্যাডি ট্যুরের অংশ হিসাবে বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির শিক্ষার্থীগণ।
গত ৩ নভেম্বর শনিবার ফিল্ড কার্যক্রম পরিদর্শন শেষে টিএমএসএস ফাউন্ডেশন অফিসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।টিএমএসএসের পরামর্শক বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও সচিব মোঃ সারোয়ার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির রুরাল ডেভলেপমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড.মোঃ মঞ্জুরুল ইসলাম,লেকচারার এগ্রিবিজনেজ মোঃ রবিউল আমিন,টিএমএসএস’র ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর-২ ডা: মোঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস’র উপদেষ্টা কৃষিবিদ আবু তালেব অ্যালেক্স,টিএমএসএসের পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান,পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন,পরিচালক প্রশাসন শাহ্জাহী বেগম ও হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান প্রমুখ।এসময় টিএমএসএসের প্রেজিন্টেশন উপস্থাপনা ও সমন্বয় করেন টিএমএসএসের উপ-পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ।আলোচনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,ইউনিভার্সিটির শিক্ষক,শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।