আঃ খালেক পিভিএম,পাবনা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৪ রংপুর ডোমেইনের আওতাধীন,রংপুর জোন কর্তৃক আয়োজিত,রংপুর জোনের ৫টি অঞ্চলের,অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী সভা ৬ ডিসেম্বর টিএমএসএসের রংপুর ডোমেইন অফিস কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের রংপুর জোন প্রধান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-৪ রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের রংপুর ডোমেইনের,সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।দিন ব্যাপি সভায় সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী বিষয়ক আলোচনা করেন প্রধান অতিথি মোঃ সাজ্জাদুর রহমান।
তিনি নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে এ এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি মানিলন্ডারিংয় প্রতিরোধ,সুসাশন ও শুদ্ধাচার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।বিশেষ অতিথি সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম উপস্থিত কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি আরো জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো এগিয়ে নিতে ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।সারাদিন ব্যাপি সভায় রংপুর জোনের ৫টি অঞ্চলের অঞ্চল প্রধানগন যথাক্রমে মর্ডান অঞ্চল মোঃ আব্দুল আলীম, রংপুর অঞ্চল মোঃ আজিজুল হক,দামুর চাকলা অঞ্চল সৈয়দ আঃ আলীম,মাহিগঞ্জ অঞ্চল শ্যামল চন্দ্র রায় ও মিঠাপুকুর অঞ্চল মোঃ আতিকুর রহমানসহ রংপুর অঞ্চলের ২৪টি শাখার,শাখা প্রধানগন সভায় অংশ নেয়।সভায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।