গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘‘আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমাকে কেনো এতিম করা হয়েছে। হত্যাকারীদের আমি ফাঁসি চাই।’’ বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে কথা গুলো বলছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে নিহত আরিফ উর রহমান রিয়াদ সরকারের ৭ বছরের শিশু কন্যা সূধা।
বুধবার বিকালে উস্থি ইউনিয়নের আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ ফেরদৌস সরকারের বড় ছেলে আরিফ উর রহমান রিয়াদ সরকারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রিয়াদের মা আকলিমা আহসান ইতি,বোন বুশরা ফেরদৌস,সুলতানা ফেরদৌস, ভাইআবিদুর রহমান রিফাদ, শিশু মেয়ে সূধা,স্থানীয় ইউপি সদস্য আব্দুছ ছাত্তার প্রমুখ।বক্তারা মূল হোতা চাঁনু সিংসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে নিহতের স¦জন,ব্যবসায়ী,বন্ধু ও এলাকাবাসীসহ সহ্রাধিক লোক অংশ নেয়।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে আরিফ উর রহমান রিয়াদ সরকার কে উস্থি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বড় দিঘির পাড়ে পূর্বশত্রুতার জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় আরিফুর রহমান রিয়াদ মারা যান। এ ঘটনায় নিহত রিয়াদের ভাই রিফাদ বাদি হয়ে চাঁনু সিং,রাজু সিং,কসাই খোকন,সফল,বিপুল সিং ও রাতুলসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা দায়ের করে।ওই রাতেই পুলিশ ঘটনায় জরিত থাকায় উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার হাসেন আলীর ছেলে বিপুল (২২) ও নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে খোকনকে (৩১) গ্রেফতার করে।কিন্তু ঘটনার মূল হোতা চাঁনু সিং সহ প্রায় ২০ জন পলাতক রয়েছে।