আঃ খালেক পিভিএম,পাবনাঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ-পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএম বলেছেন,সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তৃণমূল পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমাদের সকলের সার্বিক প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন,দিন বৃদ্ধি পাচ্ছে।তিনি বলেন,দেশ সেবার আদর্শকে লক্ষ্য রেখে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সততা, ন্যায় নিষ্ঠা,আন্তরিকতা,দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।তিনি ৭ ডিসেম্বর গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশে উপরোক্ত কথা গুলি বলেন।এর আগে তিনি সমাবেশ স্থলে পৌঁছালে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আনসার ভিডিপি কমকর্তা।ফুলছড়ি উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।সভায় প্রধান অতিথি মোঃ আব্দুস সামাদ উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসব সদস্য শাহাদাতবরণ করেন তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন।তিনি আরো বলেন দেশের সার্বিক কল্যাণে আনসার ও ভিডিপির গুরুত্ব অপরিসীম।তিনি বলেন দেশ ব্যাপী ভিডিপি বাহিনীর সদস্যরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি অপরের সহায়তা প্রদান করে যাচ্ছে।তিনি সমাবেশের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । এ সময় জেলা কমান্ড্যান্ট, উপজেলা পর্যায়ের কর্মকর্তা,উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী ও সংগঠনের সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।সমাবেশে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।সমাবেশে সারা উপজেলা থেকে ২ শত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা সহ বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।