স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম, এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ পশ্চিম বাজার পরানগঞ্জ রোড থেকে অন্যান্য মামলার আসামী জাহিদ হাসান শোভনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই হযরত আলী ও নূরে আলম আদালতের পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, চর খরিচার মাহমুদুল হাসান সাকিব। উল্লেখ্য একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।