শহীদ বুদ্ধিজীবী দিবসে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

image

You must need to login..!

Description

:স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আনন্দমোহন কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে শাখা ছাত্রলীগ। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন।

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক শেখ সজল ও যুগ্ম আহবায়ক ওমর ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে শাখা ছাত্রলীগের সদস্য মেরাজ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একইসাথে আনন্দমোহন কলেজ পরিবারের পক্ষ থেকে কলেজটিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন শিক্ষক, ছাত্র ও কর্মচারী। এতে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আফছারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার