সুজানগরে টিএমএসএস সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আঃ খালেক পিভিএম

সুজানগরে টিএমএসএস সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আঃ খালেক পিভিএম

BMTV Desk No Comments

উত্তরাঞ্চল প্রতিনিধি : দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের পাবনা জোনের আওতাধীন সুজানগর অঞ্চলের,সজানগর শাখার নতুন,পুরাতন সদস্য ও শাখা কর্মকর্তাদের সাথে পৃথক,পৃথক ভাবে এলাকায় নতুন ঋণ বিতরণ,আদায় ও চলমান প্রকল্পে ঋণ কর্মসূচি জোরদার করণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুস সবুর খানের সভাপতিত্বে ১৫ ডিসেম্বর সুজানগর শাখা কার্যালয়ে আলোচনা ও মতবিনিময়ে কর্মকর্তা,সদস্য ও ঋণ বিতরন,খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় কার্যক্রমের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক পিভিএম।তিনি আলোচনায় কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি তুলে ধরার পাশাপাশি উপকার ভোগী সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য তিনি সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান।আলোচনায় অন্যদের মধ্যে টিএমএসএস সুজানগর শাখার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন,ফিল্ড সুপার ভাইজার মোঃ হাসিবুর রহমান,মোঃ জুবায়ের রহমান,মোঃ সেলিম রেজা ও শ্রী টিপু কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে টিএমএসএসের সুজানগর অঞ্চলের,সুজানগর শাখার সদস্য মোছাঃ হাছিনা খাতুন,মোঃ ফরহাদ রেজা,মোছাঃ আকলিমা খাতুন,মোঃ হাবিল,মোছাঃ হোসনে আরা ও মোঃ গোলজার হোসেন কে ৮ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন প্রকল্পে ঋণ বিতরন করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।এর আগে তিনি টিএমএসএসের নবাগত ও পুরাতন সদস্যদের সাথে পৃথক ভাবে আলোচনা ও মতবিনিময় করেন।

LATEST POSTS