আঃ খালেক পিভিএম, পাবনা সারা দেশের ন্যায় বগুড়াতেও মহান বিজয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে।মহান স্বাধীনতা যুদ্ধে বগুড়ার অনেক দেশ প্রেমিক শহীদ হন।বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার সমাধিতে শুক্রবার স্বাধীনতা দিবস-২০২২ এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উক্ত কমিশনের সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দ্র। এ সময় দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমানসহ টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।