বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার সমাধিতে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার সমাধিতে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা   সারা দেশের ন্যায় বগুড়াতেও মহান বিজয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে।মহান স্বাধীনতা যুদ্ধে বগুড়ার অনেক দেশ প্রেমিক শহীদ হন।বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার সমাধিতে শুক্রবার স্বাধীনতা দিবস-২০২২ এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উক্ত কমিশনের সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দ্র। এ সময় দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমানসহ টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।