You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনাঃ উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।অনুষ্ঠানে নানা কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,বিজয় র্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল,দোয়া ও আলোচনা সভা।সকাল ৯ টায় বিজয় র্যালি শেষে ইউজিসি’র সম্মানিত সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন,বিভিন্ন বিভাগ,হল শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের তাৎপর্য ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম,ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোঃ ওমর ফারুখ,বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান,টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও সদস্য প্রফেসর ড.মোহাঃ হাছানাত আলী প্রমুখ।এছাড়া অন্যদের মধ্যে টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা,বিওটি’র সদস্য আয়শা বেগম, ফয়জুন নাহার, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আ.ন.ম রেজাউল করিম,ট্রেজারার প্রফেসর মোঃ সুজন শাহ-ই-ফজলুল,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, অনুষদীয় ডিনগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো.আলাউদ্দিন, ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জিবিত হয়ে গবেষণা ও কর্মমূখী শিক্ষা অর্জনের মাধ্যমে ৪র্থ বিপ্লব মোকাবেলায় নৈতিকতা সম্পন্ন যোগ্য মানবসম্পদ হিসাবে গড়ে উঠার আহবান জানান।
অনুষ্ঠানে টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন কর্মকর্তা,পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,নানা শ্রণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।