ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৬

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৬

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার টাউন হল মোড়স্থ সরকারী মুমিনুন্নেছা মহিলা কলেজের প্রধান গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ সাজু(৩০), সাং-আকুয়া চুকাইতলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ০৬(ছয়)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কেওয়াটখালী ময়নার মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ সোহাগ (২২), পিতা-আবুল কাশেম, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।

এএসআই(নিঃ) হুমায়ুন কবির সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম দুলদুল ক্যাম্পের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালীর রোহান (২০), সাং-আটানী পুকুরপাড়, রোকন আহম্মেদ রনক (২২), সাং-ভাটিকাশর আলিয়া মাদ্রাসা, জাকির (২৬), সাং-৩৬ বাড়ী কলোনীকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) আঃ সাত্তার থানা এলাকায় অভিযান করিয়া ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালী, বলাশপুর রাহাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

LATEST POSTS