বগুড়ায় টিএমএসএস কার্যালয়ে বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ায় টিএমএসএস কার্যালয়ে বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের বগুড়ার প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের তাৎপর্য ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সভাপতি সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব সারোয়ার মাহমুদ Con (IC)E TMSS,সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক Con (ES) TMSS,বিশিষ্ট বিজ্ঞানী সনজন কে দাস AC TMSS, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-১ আব্দুল কাদের,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, বগুড়া-১ ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিমসহ ডোমেইনগণ ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।মহান বিজয় দিবসে স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে বক্তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।পরে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথিগন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এলাকার নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,সাংস্কৃতিক কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।