স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এএসআই(নিঃ) রফিকুল ইসলাম তাহার সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী মডেল থানার জয়নুল আবেদীন পার্কের বেডবল চত্ত্বরের মোড়স্থ পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী কোতোয়ালীর কাঁচিঝুলি হামিদ উদ্দিন রোড জিতু (২০), মাইজবাড়ী, পশ্চিমপাড়ার আরিফ (২৮)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) তাইজুল ইসলাম, শাহ মিনহাজ উদ্দিন, ফারুক আহমেদ (০১নং ফাড়ি), এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, ইকবাল আহম্মেদ (০১নং ফাড়ি), থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া মোট ০৬টি জিআর এসআই(নিঃ) তানভীর আহম্মেদ ছিদ্দিকী, উত্তম কুমার দাস থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ০২টি সিআর এবং এসআই(নিঃ) আশিকুল হাসান থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি জিআর সাজা মোট ০৫টি জিআর, ০২টি সিআর ও ০১টি জিআর সাজা তামিল করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ৬ জনকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালীর পাটগুদাম মদের ডিপো, রেলওয়ে ষ্টাফ কোয়ার্টার, মোঃ রাকিব, চর ঈশ্বরদিয়া, মোবারক হোসেন বলাশপুর, বাড়ী নং-০১/০১, পালপাড়ার মোঃ শাহজাহান কবির গ্রেফতার করা হয়।
জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় রগুরামপুর ঋষি পাড়ার সোম বারী ঋষি (৩২) গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।