গফরগাঁওয়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

গফরগাঁওয়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অটোরিকশায় চাকা ওড়না পেচে নিশিতা(১৪)নামে নবম শ্রেনীর এক ছাত্রী নিহত। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধামাইল এলাকায়। নিহত নিশিতা ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে। সে কান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। নিশিতা তার মামী সাদিয়ার সাথে অটো রিকশা দিয়ে মহির খারুয়া থেকে শিলাসী মামা মিজানের বাড়িতে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহম্মেদ।##