বগুড়া জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটে নবীন বরণ ও বিজ্ঞান মেলা

বগুড়া জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটে নবীন বরণ ও বিজ্ঞান মেলা

December 21, 2022 138 Views

আঃ খালেক পিভিএম,পাবনা ঃ  নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী সুজাবাদে ২১ ডিসেম্বর জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের উদ্দোগে নবীন বরণ,বিজ্ঞান মেলা ও ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সেক্টর প্রধান নিগার সুলতানাট সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।অন্যান্যর মধ্যে বক্তব্য দেন শাজহানপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, জয়পুরহাটের মাত্রায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,নির্বাহী পরামর্শক মোঃ খায়রুল ইসলাম ও আনন্দ চন্দ্র কবিরাজ প্রমুখ।স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ শাহ জালাল।অতিথি বক্তাগন চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদিক ও ইউনানীর গুরুত্ব তুলে ধরে বলেন, যুগ,যুগ ধরে এই চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে চলে আসছে।বর্তমান উন্নত বিশ্বের জনগণ তা ব্যবহার করছে।এন্টিবায়োটিক ক্ষতির দিক বিবেচনা করে এ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না।তাই শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশীয় ঔষধি গাছ ও সম্পদ ব্যবহার করে ঔষধ উদ্ভাবনের আহবান জানানো হয়।
টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট এই ৩টি প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে বিজ্ঞান মেলা ও ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিগন দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিজ্ঞান মেলা পরিদর্শন করেন।বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত হাইড্রোলিক ব্রিজ,সিরামিক অর্নামেন্ট, তারবিহীন বিদ্যুৎ সরবরাহ, অটোমেটিক রেইন সিগন্যাল সিস্টেম,এসি টু ডিসি বিদ্যুৎ উৎপাদন,স্বল্প খরচে ওয়াইফাই, বর্ডার গার্ড সিকিউরিটি সিস্টেম, ঘাস কর্তন মেশিনসহ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিআইএসআই এর অধ্যক্ষ সুব্রত সুবন আচার্য্য।অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ,এলাকাবাসী,এনজিও কর্মী,সাধারণ জনতা,ব্যবসায়ী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক