ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এসআই(নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর সবজিপাড়া সাকিনস্থ মদিনা নগর মারকাজুল কোরআন মাদ্রাসার পিছনেখালি জায়গা হতে ০৪জন মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল(২৫), পিতামৃত-হাসমত আলী, মাতা-জুবেদা খাতুন, সাং-রঘুরামপুর মাঝিপাড়া, মোঃ আজিম মীর(৪২), নাজিম মীর(৪০),
উভয় পিতা-জাফর মীর, মাতা-আছিয়া খাতুন, মোঃ শাকিল(২১), পিতা-মোঃ হাবিবুর রহমান মাতা-মোছাঃ সাজেদা, সর্ব সাং-রঘুরামপুর সবজিপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং ০১জন পালাইয়া যায়। আসামীদের নিকট হতে সর্বমোট (০৫+০৩+০২+০১)=১১(এগার)গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর পল্লী বিদ্যুৎ অফিস হইতে চর নিলক্ষীয়াগামী রাস্তায় জণৈক রতন
চেয়ারম্যানের অটো রাইচ মিলের সামনে হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ রাইছুল ইসলাম ওরফে জয়(২৫), পিতামৃতঃ আঃ রহমান, মাতামৃতঃ লিজা আক্তার, সাং-রাঘবপুর গঙ্গা পাড়, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং ০১জন পালাইয়া যায়। আসামীর নিকট হতে ০৫(পাঁচ)গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) সোহেল রানা, ০২নং ফাড়ি এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার খাগডহর বটতলা রেলষ্টেশন এলাকা হতে চুরি মামলায় ১। মোঃ রতন মিয়া(৪৫), পিতা-হাফিজ উদ্দিন, মাতা-ফরমিলা বেগম, সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এসআই(নিঃ) তাইজুল ইসলাম ও এএসআই জামাল উদ্দিন, ০১নং ফাড়ি পৃথক পৃথক অভিযান করিয়া থানা এলাকা হতে মোট ০৩টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জকে গ্রেফতার করা হয়। তারা হলেন শ্রী গোবিন্দ বিন মোঃ আবু হানিফ, ও মোঃ বাহাদুর মিয়া । ,
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার