বগুড়ায় টিএমএসএসের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএসের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা    দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর বগুড়ার টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইনে অনুষ্ঠিত হয়।বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য তের হাজার আটশত তেষট্টি কোটি আটাশি লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের অগ্রপথিক,টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম দিন ব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় আলোচ্য বিষয় গুলি উপস্থাপন করেন।

টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সদস্য সচিবের পক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টিএমএসএসের সাধারণ পরিষদ সদস্য মিনতি আখতার বানু ও ট্রেজারার এডভোকেট মোঃ মকবুল হোসেনের পক্ষে টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম স্থিতি পত্র পাঠ করেন।সভায় বার্ষিক কর্ম পরিকল্পনাসহ আগামী অর্থ বছরের বাজেট অনুমোদনের পাশাপাশি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহহীনদের আবাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন,বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, হাই-টেক পার্ক ও টি এস্টেট,পরিবেশ উন্নয়ন প্রকল্প, দুঃস্থ প্রতিবন্ধীদের উন্নয়নে সুরক্ষা ও আখেরাত প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।বিদেশ ফেরত সর্বহারা ও ভিক্ষুক, অতিদরিদ্র উৎসাহী মানুষের ঋণ গ্রহণ দূরহ।কারণ ব্যাংক থেকে জামানত ও আমলা তান্ত্রিকতা, এনজিও এর ঋণের কস্ট ফর ফান্ড বেশী তাই এক শ্রেণীর মানুষের নিকট মূলধন প্রাপ্যতা কঠিন।এ কারণে টিএমএসএস মিতুলী মাহবুবের পারিবারিক সহযোগিতায় মানবিক ঋণ চালুর মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিতে বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।সভায় টিএমএসএস’র উপদেষ্টা ও ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো প্রফেসর ড.এম আফজাল হোসেন,সাবেক সচিব ও টিএমএসএস’র উপদেষ্টা মুহাঃ ফজলুর রহমান,সাবেক সচিব ও টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল,বিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার,টিএমএসএস’র আজীবন সদস্য মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, প্রফেসর সালেক উদ্দিন,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব প্রফেসর আনছার আলী তালুকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ পরিচালক ও টিএমএসএস’র পরামর্শক বি‎ষ্ণু পদ সাহাসহ ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য দেন অধ্যাপিকা নাছিমা আক্তার জলি প্রমুখ।টিএমএসএসের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন,সাধারণ পরিষদের সকল সদস্য, উপদেষ্টা,পরামর্শক, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,  সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, হেম অপারেশান এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, আমন্ত্রিত অতিথি, বিসিএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সকল ডোমেইন প্রধানগন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুম প্রোগ্রামের মাধ্যমে দেশ, বিদেশের অতিথিগন বক্তব্য দেন।এছাড়া নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, মোঃ আঃ হান্নান, নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।