ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই(নিঃ) সোহেল রানা নেতৃত্ত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এলাকায় রহমতপুর বাইপাস আজাহার ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। নাসির (৩৫), পিতা-আসাদ আলী, মাতা-রহিমা বেগম, সাং-জেসি গুহ রোড, আদমজী পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০(দশ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মাসকান্দা পলিটেকনিক্যাল এর সামনে সরকারী পাকা রাস্তার উপর অন্যান্য মামলার আসামী মোঃ হারুন (৩৫), পিতামৃত-শহিদ মিয়া সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।


এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বেগুন বাড়ী এলাকা হইতে মারামারি মামলার আসামী মোঃ নয়ন মিয়া (৫৫), পিতামৃত-আব্দুর রহমান, সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলা উদ্দিন এর নেতৃত্ত্বে একটি টীম অভিযান করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ হারুন (৩৫), পিতামৃত-শহিদ মিয়া সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী ,জেলা-ময়মনসিংহকেগ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) শাহ জালাল মিয়া এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার খাগডহর বাজারে সেচ ভবনের সামনে পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ মোজাম্মেল হক সোহেল (৪৭), পিতামৃত-মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সাং-খাগডহর রোড স্টেশন, মোঃ রিজন (২৮), পিতা-মোঃ রতন মিয়া, মাতামৃত-রেজিয়া খাতুন, সাং-ঢোলাদিয়া, ইব্রাহিম খা রোড, মোঃ রতন মিয়া (২২), পিতা-মজিবুর রহমান, সাং-ঢোলাদিয়া সালেহা মার্কেট, সর্ব
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আবুল কাশেম, আশরাফুল আলম, আরিফুল ইসলাম প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ৩টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত ৩ জন হলেন, কোতোয়ালী মডেল থানার রাজু, আব্দুর রহমান দূর্জয় (২৩), ইসমাইল হোসেন ওরফে সুমন (৩৫),। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার