গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৯টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে।বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জামাতলা মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইনে ৭টি ও ভোক্তা অধিকার আইনে ২ টি মামলায় ৯ টি প্রতিষ্ঠানে ৩৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।গফরগাঁও থানার পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন,সতর্ক করার জন্য জরিমানা করা হয়েছে।তাঁরা সংশোধন না হলে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।আমাদের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।