You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা পাবনা ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ ডিসেম্বর মাদ্রাসার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।পাবনা ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেন।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আরিফ ও ফয়সাল হোসেনের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.এ কে এম আব্দুল লতিফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পাবনা পৌর মেয়র মোঃ শরিফ উদ্দিন প্রধান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মসজিদুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক,ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান।অভিভাবকদের মধ্যে মাওলানা আব্দুর রউফ,মোঃ সাকলায়েন,মোঃ বদিউজ্জামান, মাহমুদ,সাংবাদিক মোঃ শহিদুল্লাহ খান,মোঃ লুতফুল হক ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যাপক আব্দুল গাফফার খান, মোঃ রবিউল ইসলাম বাদশা ও আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি একে এম আব্দুল লতিফ বলেন,শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সর্বাধিক সচেতন হতে হবে,সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞানে গুণে মার্জিত করার দায়িত্ব অধিকাংশই অভিভাবকদের উপর বর্তায়। শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের।প্রধান অতিথি বলেন,একজন শিক্ষার্থীকে দক্ষ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।পরে বিভিন্ন কৃতিত্ব পূণ্য কাজের স্বীকৃতি স্বরুপ বেশ কয়েক জন কে পুরস্কার প্রদান করা হয়।সমাবেশে শিক্ষার্থী,অভিভাবক,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,নানা শ্রেণি পেশার মানুষ,আমন্ত্রিত অতিথি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।বহু দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।