ময়মনসিংহে অভিনব কায়দায়  প্রাইভেটকারে গরু চুরি!

ময়মনসিংহে অভিনব কায়দায়  প্রাইভেটকারে গরু চুরি!

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহে অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রোববার ভোরের দিকে তারাকান্দা থানার গোপালপুর থেকে চোরাই গরুসহ একটি প্রাইভেটকার আটক করে থানা পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোরে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে আছে। আর চোর সম্ভবত সেজন্যই গরু ও প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। গরুটি এখনও শনাক্ত হয়নি’।