You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা টবে শীতকালীন ফুলের বাগান করে করে শিক্ষকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। আজ সোমবার সকালে ফুলের বাগান উদ্বোধন করেন প্রধান শিক্ষক নাছিমা আক্তার।
নাছিমা আক্তার এসময় বলেন, লেখাপড়ার পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মকান্ডে সকলকে যুক্ত হতে হবে। শুধু পুথিগত বিদ্যা দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। উন্নত জাতি গঠনে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
এসময় প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক আলতাফ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার কাদের, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক রিজিয়া জেসমিন, সহকারী শিক্ষক জুনায়েদুল হোসেন, সহকারী শিক্ষক রুনা পারভীনসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।