ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নিদের্শে অপরাধমুক্ত নগরী করতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে বলে ওসি জানান।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে টীম অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পুরোহিতপাড়ার পাপ্পু, গলগন্ডার শিপন ও কৃষ্টপুর দক্ষিণপাড়ার বুলুকে গাঙ্গীনারপাড় এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। নগরীর ১নং পুলিশ ফাড়ির এসআই উজ্জল সাহার নেতৃত্বে আরেকটি টীম অভিযান চালিয়ে বলাশপুর কেওয়াটখালী বাইপাস মোড় থেকে দুই গ্রাম হেরোইনসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলাশপুর মরাখলা পাওয়ার হাউজ কলোনীর মন্টু মিয়াকে গ্রেফতার করে। পুলিশের অপর একটি এসআই কামাল হোসেনের নেতৃত্বে কাঠগোলা বাজারে গাজা ও ৪০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হাসানুল হক বিপুলকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।