আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃগতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এ বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাবেশ কুঁচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধন অনুষ্ঠান ও এদিন ভিডিপি দিবস উপলক্ষে বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সুসজ্জিত ব্যান্ড দলের সম্মিলনে প্যারেড গ্রাউন্ড থেকে একটি সু-বিশাল র‌্যালি বের হয়ে একাডেমির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।