পাবনা থেকে এ কে খান | বিএমটিভি নিউজঃ পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীতীর এলাকায় ভাঙন রোধে বালুরব্যাগ ফেলার উদ্বোধন করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
আজ সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এক কোটি ৪৯ হাজার টাকা ব্যয়ে প্রায় ৬,০০০ ব্যাগ ফেলার কাজ উদ্বোধন করেন তিনি। এসময় ঈশ্বরদী পৌর মেয়র ইছহাক আলী মালিথা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন।