ময়মনসিংহে মুক্তাগাছায় ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা

ময়মনসিংহে মুক্তাগাছায় ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের মুক্তাগাছায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌরসভার নন্দীবাড়ী গিয়াস মেম্বার বাড়ির পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।

মুক্তাগাছা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মরহুম রিয়াজ উদ্দিন সিরাজ স্মৃতি সংসদ এ প্রতিযোগিতার আয়োজন করে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে এ দৌড় অংশ নেন।
প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৯টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জামালপুরের হাজি নজরুলের ঘোড়া চ্যাম্পিয়ন হয়।
শেষ পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে নওগাঁ থেকে আসা কিশোরী ঘোড় সওয়ার তাসলিমা ও রাজশাহী থেকে আসা সোনিয়া তাদের ঘোড়া নিয়ে অংশ নেন।পৌরসভার প্রথম প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র বলুর রশীদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, যুবলীগের সভাপতি মাহাবুবুল হক মনি, সিরাজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হুমি, সেলিম সরকার, ছাত্রলীগ নেতা শুভ দে প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

LATEST POSTS