ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধের দায়ে মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং চলমান মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষে আদালতের নির্দেশ বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এ লক্ষে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) আরিফ, এসআই (নিঃ) তানজিল আল আসাদুজ্জামান, এএসআই রুহুল আমিন, এএসআই আমীর হামজা গন অত্র থানার বিভিন্ন জায়গা হতে অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানামূলে  ৪জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন গ্রেফতার করেন।
জিআর পরোয়ানার আসামী. মোঃ আঃ আজিজ, সাং-ভাটি ঘাগড়া, প্রাইমারী স্কুল সংলগ্ন, শেখ রকিবুল হক রানা,ভেন্ডার, সাং-কাশর, এপি সাং-জেল গেইট গলগন্ডা, মামুন, পিতা-আলা মিয়া, সাং-সানকিপাড়া সেনানিবাস মোড়, এপি-সানকিপাড়া শেষ মোড়, বাদল মিয়ার ভাড়াটিয়া, থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ ফয়সাল(২৮), , সাং-কাতলাসেন চরপাড়া, থানা-কোতোয়ালী,-ময়মনসিংহ সিআর পরোয়ানার আসামী মোঃ এনামুল হক ড্রাইভার (লাদেন), সাং- ভাবখালী রবি টাওয়ার সংলগ্ন, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ লোকেশন-চুরখাই পাঁচ রাস্তার মোড় এর পূর্ব দিকে সোজা রাস্তা বরাবর সিড ষ্টোর বাজার রবি টাওয়ারের পার্শ্বে।
এসআই(নিঃ)মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর চৌয়ানিয়া সাকিনস্থ ১৪নং চৌয়ানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খোলা মাঠ হইতে ৪৫০(চারশত পঞ্চাশ)গ্রাম গাঁজা, মূল্য অনুমান ৪,৫০০/-(চার হাজার পাঁচশত)টাকা সহ মাদক ব্যবসায়ী জুলহাস মিয়া(৩২), , সাং-বাল্লাপাড়া, থানা- ময়মনসিংহ সদরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ০৬জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।